1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

আজিজুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয়ে শুরু বাংলাদেশের

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

যুব ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান আজিজুল হাকিম তামিম, আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ।

যুব ক্রিকেটে বাংলাদেশের দলীয় পারফরম্যান্স যেমন বরাবরই ভালো, ব্যক্তিগত রেকর্ডও তেমন সমৃদ্ধ। তবে যুব ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি ছিল না কারও। সেই খরা অবশেষে ঘোচালেন আজিজুল হাকিম। অধিনায়কের দারুণ ইনিংসের পথ ধরে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের নতুন আসরের প্রথম দিনে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ছিল খানিকটা মন্থর। বল ব্যাটে এসেছে একটু ধীরে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২২৮ রান। আফগানরা রান তাড়ায় আটকে যায় ১৮৩ রানে।

তিনে নেমে আট চার ও চার ছক্কায় ১৩৩ বলে ১০৩ রান করেন আজিজুল। দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন তিনি কালাম সিদ্দিকির সঙ্গে।

পরে বল হাতে তিনটি করে উইকেট নেন দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই হারায় ওপেনার আওয়াদ আবরারকে। এরপর কালাম ও আজিজুল এগিয়ে নেন দলকে।

নতুন বলে আব্দুল আজিজ ও এএম গাজানফার খুব একটা সুযোগ দেননি বাংলাদেশের ব্যাটসম্যানদের। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দলকে ওয়ানডেতে বিধ্বস্ত করা গাজানফার অবশ্য প্রথম স্পেলে উইকেট পাননি। তবে সাত ওভারের প্রথম স্পেলে দুর্দান্ত ছিলেন আব্দুল আজিজ (৭-১-১৭-১)।

নুরিস্তানি ওমারজাই আক্রমণে আসার পর অবশ্য কিছু রান তোলার সুযোগ পান কালাম ও আজিজুল। তবে উইকেট বুঝে ধৈর্য ধরে ইনিংস গড়ায় মন দেন দুজন। ২০ ওভার শেষে দলের রান ছিল ৭৩।

এরপর একটু রানের গতি বাড়ানোর চেষ্টা করেন আজিজুল। নাসির খান মারুফখিলকে পরপর দুই ওভারে চার ও ছক্কা মারেন তিনি।

আজিজুলের ফিফটি আসে ৮২ বলে। উজাইরউল্লাহ নিয়াজাইকে ছক্কা মেরে কালাম পঞ্চাশে পা রাখেন ৮৩ বলে।

৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৪৫।

পরের ওভারেই কালাম আউট ১১০ বলে ৬৬ রান করে।

ঝড় তোলার মঞ্চ তখন ছিল প্রস্তুত। তবে মন্থর উইকেটে শট খেলা ছিল কঠিন। এক প্রান্তে আজিজুল রান করে গেলেও আরেকপ্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত।

শেষ আট ব্যাটসম্যানের মধ্যে ১১ রানের বেশি করতে পারেননি কেউ, পাঁচজনই যেতে পারেননি দুই অঙ্কে। শেষ ১০ ওভারে রান আসে কেবল ৫৬।

কেবল আজিজুলের ব্যাট থেকেই যা একটু রান আসে। ৯০ ছুঁয়ে তিনি বাউন্ডারি মারেন আব্দুল আজিজকে, পরে ৯৭ থেকে ওমারজাইকে ফ্লিক করে ছক্কা মেরে পৌঁছে যান শতরানে।

তবে আউট হয়ে যান তিনি পরের বলেই। তার বিদায়ের পর শেষ তিন ওভারে রান আসে ২৪।

রান তাড়ায় ধীরে চলার পথ বেছে নেয় আফগানরাও। প্রথম আট ওভারে উইকেট পড়েনি, রান আসে ২০।

উজাইরউল্লাহ নিয়াজাইকে ফিরিয়ে নবম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা।

তিনে নামা ফায়সাল খান আহমাদজাইয়ের ব্যাটে একটু বাড়ে রানের গতি। তবে ওপেনার মেহবুব খান একদমই ছিলেন থমকে। শেষ পর্যন্ত তিনি আউট হন ৫৩ বলে ১৬ রান করে।

বাংলাদেশের জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়ায় পরের জুটি। আহমাদজাই ও মারুফখিল ৫০ রানের জুটি গড়েন ওভারপ্রতি চারের বেশি রান তুলে।

৫৮ বলে ৫৮ রান করা আহমাদজাইকে ফিরিয়ে জুটি ভাঙেন আল ফাহাদ। পরে মারুফখিলকে ৩৪ রানে থামান ইমন।

বারকাত ইব্রাহিমজাই ও নাজিফউল্লাহ আমিরি এরপর জুটি গড়ে তোলার চেষ্টা করেন। তবে জুটি বেশি বড় হতে দেয়নি বাংলাদেশ। এই জুটি ভাঙার পর দ্রুত একের পর এক উইকেট হারিয়ে ১৩ বল আগেই গুটিয়ে যায় আফগানরা। ২৪ রানের মধ্যে তারা হারায় শেষ ৫ উইকেট।

গ্রুপের অন্য ম্যাচে এ দিন নেপালকে ৫৫ রানে হারায় শ্রীলঙ্কা। পরের ম্যাচে রোববার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ, মঙ্গলবার লড়াই লঙ্কানদের সঙ্গে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২২৮/৯ (জাওয়াদ ০, কালাম ৬৬, আজিজুল ১০৩, দেবাশিস ১, জেমস ১০, রিয়াজ ৫, ফাহাদ ০, ফরিদ ১০, রাফি ১১*, মারুফ ০, ইমন ১*; আজিজ ৯-১-২৯-২, গাজানফর ১০-১-২৫-১, ওমারজাই ১০-০-৪৯-২, স্টানিকজাই ১০-০-৪৬-২, মারুফখিল ৭-০-৪৭-১, নিয়াজাই ৪-০-২২-০)।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৭.৫ ওভারে ১৮৩ (মেহবুব ১৬, নিয়াজাই ৮, আহমাদজাই ৫৮, মারুফখিল ৩৪, ইব্রাহিমজাই ১৯, আমিরি ১৭, হামজা ৫, স্টানিকজাই ৩, আজিজ ৫, ওমারজাই ২*, গাজানফার ২; মারুফ ৯-০-২৫-২, ফাহাদ ৯.৫-০-৩৬-৩, ইমন ৮-০-৪০-৩, রাফি ৭-০-৩২-১, রিয়াজ ৭-০-১৭-০, আজিজুল ৩-০-১৯-০, দেবাশিস ৪-০-২২০-)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৪৫ রানে জয়ী।

ম্যান ব দা ম্যাচ: আজিজুল হাকিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট