“কমিউনিটির বিশিষ্ঠজনদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মানিকগঞ্জ সমিতি ফ্রান্স”
প্যারিসের অদূরে পন্তার স্হানীয় একটি রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি সাইনুর ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক – মোঃ রাসেল মোল্লার সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনায় উপস্থিত ছিলেন উক্ত সমিতির উপদেষ্টা- নজরুল ইসলাম,উপদেষ্টা- সালাম মিয়া,সহ-সভাপতি – কাইয়ুম হোসেন খাঁন,সহ-সভাপতি – মামুন হেসেন,সহ সভাপতি – মাসুদুর রহমান,সহ-সাধারণ সম্পাদক- মামুনুর রশিদ,সহ – সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক-রিয়াম সরকার,কোষাধ্যক্ষ – রিপন মিয়া।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফ্রান্স বিএনপি সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সহ – সভাপতি ফ্রান্স বিএনপি মাহবুব আলম রাঙ্গা,সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফ্রান্স যুবদল এস এম মিল্টন সরকার, সাধারণ সম্পাদক ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্স ফারুক হোসেন,আব্দুল মানিক মিয়া,দুদু মিয়া,নাদিম এলাহি,রাফি তালুকদার সহ আরো অনেকে। ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য, আত্মসংযম, তাকওয়া ও দান-সদকার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। এই মাসে নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়, তাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত ও মানবসেবায় নিয়োজিত থাকা।
পরে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সকলের গুনাহ মাফ, রহমত ও মাগফিরাত লাভ এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।