1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের (FBJA) প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষনা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মূলধারার সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের সদস্যরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচন করেন।

নবনির্বাচিত কমিটির সমন্বয়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুব হোসাইন (নয়া দিগন্ত ফ্রান্স), যুগ্ম সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান (আমার দেশ পত্রিকা), সংগঠনের মুখপাত্র হিসেবে মোহাম্মদ আরিফ উল্লাহ (ফ্রান্স টুয়েন্টিফোর), যুগ্ম মুখপাত্র হিসেবে মোসাদ্দেক হোসেন সাইফুল (নাগরিক টিভি ফ্রান্স), এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ ফাহাদ (ঢাকা মেইল প্যারিস)।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এফবিজেএ সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও জানান, সংগঠনটি ফরাসি মূলধারা এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সুখ-দুঃখ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরবে।এছাড়া, শিগগিরই এফবিজেএ সাংবাদিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং নেটওয়ার্কিং প্রোগ্রাম আয়োজন করবে। সংগঠনের বিশেষায়িত সেলসমূহের মধ্যে মাইগ্রেন্টওয়াছ সম্পাদক যোগাযোগ ও জনসংযোগ সেলের প্রধান নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তেখঁ বাংলা সম্পাদক তানভীর আহমেদ তোহা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সেলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান রাজু, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ হাশেম (টিভি ও মাল্টিমিডিয়া), সিটিপোস্ট সম্পাদক আবদুল্লাহ আল মামুন (প্রিন্ট) এবং পরিকল্পনা ও ইভেন্ট ব্যবস্থাপনা সেল-এর সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ২৪ ফ্রান্স প্রতিনিধি মোমিন বিন মাহমুদ আনসারী এছাড়া, সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিনিধি দৈনিক ইত্তেফাকের সরদার হাসান ইলিয়াছ তানিম, সাবেক রিপোর্টার দৈনিক যায় যায় দিন জাকির হোসাইন,  দৈনিক  আলৌকিত সকাল এর বিশেষ প্রতিনিধি  মো. মামুনুর রশীদ, দেশ প্রতিদিন এর প্রতিনিধি ও পি এন টিভি24 এর সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাভিশন ও দেশ রূপান্তরে ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন। এফবিজেএর নবনির্বাচিত কমিটি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট